মাঘের প্রথমে তীব্র শীত। কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার ওপর দিয়ে আবার শৈত্যপ্রবাহ বইছে। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জেলার জনজীবন। আজ রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৫ ডিগ্রি। তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ । জেলার বিভিন্ন মোড়ে ও চায়ের দোকানের সামনে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষকে।
হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।