হোম > সারা দেশ > খুলনা

আওয়ামীপন্থি ৭ শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, ইবি

জুলাই-আগস্ট অভ্যুত্থান বিরোধিতাকারী ৭ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

সাময়িক বরখাস্তকৃত এই ৭ শিক্ষক হলেন ড. আফরোজা বানু, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ; অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ, বাংলা বিভাগ; মো. শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ ; অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ; অধ্যাপক রবিউল হোসেন, বাংলা বিভাগ; অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ; অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ।

অফিস আদেশে বলা হয়, গত জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব সময়কালীন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লববিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে উক্ত কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ৩০/১০/২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাকে চাকরির থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ জুলাই-আগস্ট অভ্যুত্থানবিরোধী ভূমিকায় অবতীর্ণ হওয়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। পরে প্রত্যক্ষদর্শী কর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক অভিযোগ, তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবরের ভিত্তিতে এসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই-আগস্ট অভ্যুত্থানবিরোধী কার্যকলাপের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

এরপর প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৩০ অক্টোবর ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ইবি প্রশাসন।

কুষ্টিয়ায় পদ্মা নদীতে চাঁদা তুলতে গিয়ে নিখোঁজ শ্রমিক দল নেতা

এমইউজে’র সভাপতি রাশিদুল, সাধারণ সম্পাদক রানা

তিন দফা দাবিতে দক্ষিণের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, আটক ৫

বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ অধিকার দেওয়া হবে

ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না: মাহমুদুর রহমান

পুলিশ বক্সের সামনের সড়কে গাছ ফেলে ডাকাতি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রবা‌সী নিহত

হারিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের খেজুর গুড়

শেখ মুজিবুরের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিল ছাত্র-জনতা