হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশউদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম একই এলাকার শিপন আলীর ছেলে এবং সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১টারদিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলী জানান, সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

কলেজ ছাত্রের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়ামের লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে: গোলাম পরওয়ার

রাশেদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির ফিরোজ

বাগেরহাটে ৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন ২৫ প্রার্থী

বিএসএফের পুশ ইন করা ১৪ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

সাতক্ষীরার চার আসনে জামায়াতের মনোনয়ন দাখিল

এক অনবদ্য মায়ের সংগ্রামী জীবন

এনসিপি নেতাকে গুলির ঘটনায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

নির্বাচন নিয়ে সুপ্ত ঝুঁকি আছে, কর্মশালায় জেসমিন টুলি

মনোনয়ন ফিরিয়ে দেবার দাবিতে আমরণ অনশন

ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত