হোম > সারা দেশ > খুলনা

‘আমার বোন কবরে, আশিক কেন বাহিরে’

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারায় অনিতা (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আশিককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। গৃহবধূ অনিতা গোলাপনগর মধ্য পাড়ার ফাইন সরদারের কন্যা। আশিক (৩০) একই গ্রামের মানিক মিয়ার পুত্র। ৮ বছর আগে তারা বিয়ে করেছিলেন। তাদের ৫ বছরের একটি ছেলে রয়েছে।

আশিক ঢাকার গাজীপুরের আশুলিয়ার জামগড়ায় গার্মেন্টসে চাকরি করতেন। কয়েক মাস আগে আশিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য হয়। পরে অনিতা মাস দুয়েক আগে আশিকের সঙ্গে আশুলিয়ার জামগড়ায় গিয়ে থাকতে শুরু করেন। অনিতা ছেলেকে দাদার বাড়িতে রেখে যায়।

অনিতা তার কাছে যাওয়ার পরও আশিক পরকীয়া চালিয়ে যেতে থাকে। এ নিয়ে স্বমী স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া হতো। আশিক আনিতাকে ব্যাপক মারধর করতো। বিষয়টি আশিকের স্বজনদের একাধিকবার জানানো হয় বলে জানান অনিতার দুই বোন দিথি ও সানি।

অনিতার চাচা জাহাব আলী বলেন, আমার ভাতিজি অনিতাকে নিয়মিত নির্যাতন করতো আশিক। আশিক পরকীয়ায় লিপ্ত ছিল। তারা কয়েকজন মিলে আশুলিয়ার বাসায় অনিতাকে হত্যা করে ঝুলিয়ে রাখে। আমরা মামলা করেছি। কিন্তু আশিক এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। আমরা এই হত্যার বিচার চাই।

অনিতার বোন দিথি ও সানি বলেন, আমার বোন কবরে, আশিক কেন বাহিরে। এটি মেনে নেয়া যায় না। আমার পরিবার ও গ্রামবাসী এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না। আশিকসহ সব অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

যশোরে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

যুবলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মানুষের কল্যাণের জন্য গণভোট: উপ‌দেষ্টা শার‌মিন

ঝিনাইদহে লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০