কুষ্টিয়া সদর আসনের বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকারের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ’কে নির্বাচনি প্রচারে দেখা গেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি প্রার্থীর ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিওতে আব্দুল মঈদকে একটি নির্বাচনি প্রচারে দেখা যায়।
নির্বাচনি প্রচারের বিষয়ে জানতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ’র মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। পরে আমার দেশের পক্ষে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ জামান আমার দেশকে জানান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ কোন দলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। কারণ তিনি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে সরকারি বেতন ভাতা নেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান আমার দেশকে বলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ নির্বাচনে প্রচার চালাচ্ছেন বিষয়টি আমার জানা নেই। আব্দুল মঈদ ছুটিতে আছেন কি এই প্রশ্নের উত্তরে ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, মৌখিক ভাবে নেননি, আবেদন করেছেন কিনা সেটি অফিসে গিয়ে বলতে পারব।
এদিকে, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ ছুটির জন্য কোনো আবেদন জমা দেননি।
উল্লেখ্য, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১০ নভেম্বর ২০২৫ এ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২০(খ) এ বলা হয়েছে, তাদের নিজের বা অন্যের পক্ষে নির্বাচনি প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধা ভোগ করিতে পারিবেন না এবং এতদুদ্দেশ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করিতে পারিবেন না।