বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে শনিবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ সেনাবাহিনী এক বিশেষ অভিযান চালায়। এ সময় এক চিহ্নিত শীর্ষ অপরাধীকে আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের একটি চৌকশ দল উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস জিসান জাকি রকি।
অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মাসুদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তার বাসভবনে তল্লাশি চালিয়ে ২৯২ পিস ইয়াবা, গাঁজা, দেশি ধারালো অস্ত্র এবং মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে আলামতসহ উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন ।