ঝিনাইদহে ৪টি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
বুধবার (২১ জানুয়ারি) শৈলকূপা উপজেলার কুমিরাদহ এলাকায় ২টি এবং দুধসর এলাকায় ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের সার্বিক নির্দেশনায় ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে শৈলকূপা উপজেলায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ইটভাটাগুলোর চিমনি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকের কাছ থেকে ইটভাটা আর চালাবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং প্রতিটি ইটভাটা থেকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করে মোট ২০ লাখ টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।