রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ১৭৯ সদস্য ভারতীয় বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তারা বেনাপোলে নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করেন।
দলটির নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা আশিষ কুমার রায় (পাসপোর্ট নং— A00586006)। তার সঙ্গে সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৭৯ নারী-পুরুষ সদস্য যাত্রা করেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা চেকডকুমেন্ট, পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সেগুলো যাচাই-বাছাই শেষে দ্রুত ও নির্বিঘ্নে তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ নিশ্চিত করে যে, কোনো যাত্রীর নথিপত্রে জটিলতা না থাকায় তারা সহজেই ভারত অভিমুখে যাত্রা করতে পেরেছেন।
ইসকন সূত্রে জানা যায়, তীর্থযাত্রীরা ভারতের মায়াপুর, গয়া, বুদ্ধগয়া, প্রেয়া, বৃন্দাবন, কুরুক্ষেত্র, হরিদ্বারসহ বিভিন্ন পবিত্রস্থানে ধর্মীয় আচার, পূজা-পার্বণ ও তীর্থদর্শন করবেন।
দলের নেতা আশিষ কুমার রায় জানান, তারা প্রায় ২০ থেকে ২৫ দিন ভারতে অবস্থান করবেন এবং নির্ধারিত স্থানগুলোতে ধর্মীয় পালনসহ আধ্যাত্মিক কার্যক্রমে অংশ নেবেন।