হোম > সারা দেশ > খুলনা

দামুড়হুদায় বিএনপি নেতার ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি দাঁত, মুখমণ্ডল ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার সকালের দিকে দামুড়হুদা চিতলা মোড়ে ঘটনাটি ঘটে। ঘটনার সাথে সাথেই তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সযোগ নিয়েছেন পরিবারের সদস্যরা। পরে তাঁকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা জানান, শত্রুতার জের ধরে তেঁতুলতলা এলাকার বিল্লা মালিতার ছেলে মিলন, মৃত আসাদুলের দুই ছেলে সুজন ও সম্রাটের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে তারা কিল-ঘুষি মারতে থাকেন প্রফেসর আবুল হাসেমকে।

দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আবুল হোসেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি ডেন্টাল কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। আজ শুক্রবার তাঁকে অপারেশন করা হবে। আমরা জেনেছি কিল-ঘুষিতে তাঁর নিচের দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি দাঁত ভেঙে গেছে। এছাড়া মাথা ও মুখে আঘাত পেয়েছেন তিনি।

কারা হামলা করল জানতে চাইলে তিনি বলেন, নিজ এলাকার লোকজন তার ওপর হামলা করেছে ব্যক্তিগত বিরোধের জেরে। এখানে কোনো রাজনৈতিক ইস্যু নেই।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, হামলার ঘটনাটি শুনেছি। নিজ এলাকার ২-৩ জন এই হামলা চালিয়েছে। কী কারণে হামলা করেছে জানা যায়নি। তিনি আরো বলেন, শুনেছি আবুল হাসেম মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

লালনভক্ত আ.লীগ-বিএনপির ১০২ কর্মী ও সমর্থকের জামায়াতে যোগদান

ঝিনাইদহে ১৩১ শতক জমি দখলমুক্ত করলো সওজ

হোটেল প্যারাডাইস থেকে যুবকের লাশ উদ্ধার

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এক উপজেলায় ৮ প্রেসক্লাব, ‘সাংবাদিক’ ৩০০-র অধিক

ছোটো ভাইয়ের বটির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

বিএনপির প্রার্থী সাবিরাকে নিয়ে দলেই চরম অসন্তোষ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ