সাতক্ষীরার সদর উপজেলায় টমেটোক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পার্শ্ববর্তী শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের মালিকানাধীন একটি টমেটোক্ষেতে ইঁদুর ও শিয়ালের উৎপাত ঠেকাতে ক্ষেতের চারপাশের ঘেরায় বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার সকালে মনিরুল ইসলাম নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘেরার সঙ্গে তার পা আটকে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মনিরুলকে বাঁচাতে এগিয়ে আসেন পার্শ্ববর্তী ঘেরের মালিক আব্দুর রহিম। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঁদুর মারার ফাঁদ হিসেবে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাবে।