হোম > সারা দেশ > খুলনা

৮ মাস পর ভারত থেকে দেশে ফিরলেন উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক

বেনাপোল প্রতিনিধি

দীর্ঘ আট মাস পর অবশেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ভারতীয় কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিক।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফেরত আসা নাবিকরা হলেন— শরিফুল শেখ (২০), বাপ্পি শেখ (১৮), মিহাত ফকির (২২), শাওন মোল্লা (২৫), জিহাদ মোল্লা (২৫), আহাদ শেখ (২৬), সাগর হোসেন (২৬), রাজিব শেখ (২৭), তরিকুল ইসলাম (২৯), আল আমিন শেখ (৩২), মোহাম্মদ আলী (৪৪) এবং জসীম উদ্দিন শেখ (৫৩)।

তাদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ভারতে আটকে থাকা ১২ বাংলাদেশি নাবিককে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার ঘোড়ামারী দীপ নদীতে পৌঁছালে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। পরে ভারতীয় কোস্টগার্ড তাদের জীবিত উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়।

তিনি আরও জানান, দুই দেশের দূতাবাসের সহযোগিতা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার বিকেলে তারা অবশেষে দেশে ফেরেন।

বেনাপোল পোর্ট থানা থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নাবিকদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দেশে ফেরার পর নাবিকদের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের মাটিতে ফিরে আসতে পেরে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেহেরপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোংলায় ৭০ শতাংশ গাড়ি খালাস, রাজস্বে নতুন দিক উন্মোচন

অভয়নগরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৫

২০ কোটি টাকার টেন্ডারে নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি

ভোটের মাঠে শক্তিশালী হয়ে উঠছে জামায়াত, বিএনপিতে বহু প্রার্থী

কুষ্টিয়ায় দিনমজুরকে ভোররাতে কুপিয়ে হত্যা

হানিফের জুলুম-নির্যাতনে দুর্বিষহ ছিল জনজীবন

জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন নিয়ে আর সমস্যা নেই: শামসুজ্জামান দুদু

বিএনপির ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান