হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ৬ লাখ ৬০ হাজার টাকার মাদক জব্দ, আটক ২

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন ভারতের উত্তর-চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের পরিমল সিকদারের ছেলে প্রকাশ সিকদার (৩৫) এবং যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের এবাদুল হকের ছেলে আব্দুল শহীদ (৪২)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাতে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানকালে বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বিদেশি পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ ও ভারতীয় শাড়ি। এ সময় মদসহ ভারতীয় নাগরিক প্রকাশ সিকদারকে এবং ফেনসিডিলসহ বাংলাদেশি নাগরিক আব্দুল শহীদকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সভাপতি ড. মিজান ও বিদ্যোৎসাহী প্রতিনিধি লুৎফর

কাঁচা পাট রফতানিতে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

এক উপজেলায় ৮ প্রেসক্লাব, ‘সাংবাদিক’ ৩০০-র অধিক

ছোটো ভাইয়ের বটির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

বিএনপির প্রার্থী সাবিরাকে নিয়ে দলেই চরম অসন্তোষ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

আড়াই যুগ ধরে পরিত্যক্ত অর্ধশতাধিক ভবন, অপসারণে নেই উদ্যোগ

সুন্দরবনে মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু বাহিনী

১১ লাখ টাকা নিয়েও পদ না দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে