হোম > সারা দেশ > খুলনা

খুলনা-মোংলা মহাসড়ক এখন মরণফাঁদ

শেখ মাসুম বিল্লাহ, রামপাল (বাগেরহাট)

খুলনা-মোংলা মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনায় ঝরে পড়ছে অসংখ্য তাজা প্রাণ। স্বজনহারাদের কান্না ও আহাজারিতে ভারী হচ্ছে বাতাস। গত চারদিনের মাথায় দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের। যাতায়াত সংস্কার ও মহাসড়কটিকে চার লেনে উন্নীতকরণ ক্রমেই জনদাবিতে পরিণত হচ্ছে।

জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহৎ মোংলা সমুদ্র বন্দরের শিল্প কলকারখানাগুলোতে কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় প্রেরণের জন্য বিলুপসংখ্যক ভারী যানবাহন এ সড়কে চলাচল করে থাকে। মালভর্তি এসব যানবাহনের লোড নেওয়ার মতো সক্ষমতাসম্পন্ন না হওয়া সত্ত্বেও চলাচল করছে।

অথচ সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কার দীর্ঘদিনেও হচ্ছে না। এই সড়কে দীর্ঘদিন ধরে ওভারলোড চলছে। ফলে রাস্তাটির বিভিন্ন জায়গায় ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। মহাসড়কটি নির্মাণের পর থেকে মোংলা বন্দরের ক্রমবর্ধমান চাহিদার আলোকে এ পর্যন্ত কোনো ধরনের মৌলিক কাঠামোগত উন্নয়ন হয়নি।

এ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে অনেক ঝুঁকিপূর্ণ গর্ত ও ভাঙন দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়িয়ে তুলছে। এতে এ মহাসড়কের নিয়মিত ব্যবহারকারীদের আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। সাম্প্রতিককালে এ সড়কে দুর্ঘটনার হার বেড়েছে। চলিত নভেম্বর মাসে গত চার দিনের মাথায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের। গত ৪ নভেম্বর বিএনপি সমাবেশ থেকে ফেরার পথে মহাসড়কটির বাবুর বাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এরপর তিন দিনের মাথায় গত ৭ নভেম্বর সড়কের তেঁতুলিয়া ব্রিজের কাছে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরো দুজনের প্রাণহানি ঘটে। এ অবস্থায় দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের পক্ষ থেকে সড়কটি মোংলা বন্দরের জন্য ব্যবহার উপযোগী করতে যথাযথ সংস্কার ও চার লেনে উন্নীতকরণ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবি উঠেছে। এ দাবিতে গতকাল রোববার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপাল উপজেলা শাখা মানববন্ধন ও সমাবেশের ডাক দেয়।

এখনও উদ্ধার হয়নি নিখোঁজ নারী পাইলট রিয়ানা

পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

সিনিয়র সাংবাদিককে ঝিনাইদহ পুলিশের রহস্যজনক সমন

বিএনপি সাধারণ সম্পাদকের বিচার চেয়ে আদালতে মহিলা দল সভাপতি

পদ্মার দুর্গম চরে কাকন ও মণ্ডল বাহিনীর বিরুদ্ধে ‘অপারেশন ফার্স্ট লাইট’

যশোরে সালিশের পর হামলা, জামায়াত নেতাসহ আহত ১০

হরিণাকুণ্ডুতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মাচা পদ্ধতিতে তরমুজের বাম্পার ফলন ঝিনাইদহে

খুলনায় দুর্বৃত্তদের হামলায় আমার দেশ ব্যুরো প্রধানসহ দুই সাংবাদিক আহত

পশুর নদীতে বোট উল্টে প্রবাসীর স্ত্রী নিখোঁজ