হোম > সারা দেশ > খুলনা

ইবিতে বিএনপিপন্থি শিক্ষক-নেতাদের বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রতিনিধি, ইবি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান স্মরণে র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ইবি থানা সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. নুরুন্নাহার, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজসহ শতাধিক নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে সিপাহি জনতা। অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক অভ্যুত্থান হয়েছে, কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেকে তৎপরতা চালাচ্ছে নির্বাচন বানচাল করার জন্য। আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমাদের দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই কোনো পিআর হবে না, গণভোট হবে ভোটের দিনে।

ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে। ১৯৭৫-এর ৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়। আল্লার অপার রহমতে তিনি বেঁচে যান। পরবর্তীতে ৭ নভেম্বর এক সফল বিপ্লবের মাধ্যমে তিনি কারামুক্ত হন। সেদিন তিনি মুক্ত না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলুন্ঠিত হয়ে যেত। তিনি ক্ষমতায় আসার পরে পুনরায় ষড়যন্ত্র শুরু হয়। পরবর্তীতে তিনি যখন এ দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন আবারও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তাকে জীবন দিতে হয়। তারা ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে হত্যা করা যাবে। কিন্তু তা সম্ভব হয়নি। ঘোষিত সময়েই যেন নির্বাচন হয় সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

এদিকে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান জাতীয়তাবাদী আদর্শের সবাইকে অনলাইনে অ্যাক্টিভ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনলাইনে আমাদের দুর্বল উপস্থিতি প্রতিপক্ষকে শক্তিশালী করছে। জিয়াউর রহমের সময়কার হ্যাঁ ভোট না ভোটের সাথে বর্তমানে হ্যাঁ/ না ভোটকে তুলনা কররা চেষ্টা চলছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর জনগণের মতামত নেয়া প্রয়োজন বিধায় গণভোট করেছিলেন। কিন্তু বর্তমান সরকার জনগণের মতামত নিয়ে ক্ষমতায় নেই। এই পার্থক্যটা আমাদের বুঝিয়ে দিতে হবে।

আ.লীগ নেতা ‘মামা ফয়েজ’ গ্রেপ্তার

রাস্তায় প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

যশোরে সিটি কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত

বিএনপি ভেসে আসা দল না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের

অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত কামরুল সরদার গ্রেপ্তার

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য পীযূষ ভট্টাচার্যের মৃত্যু

অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বিলীন হচ্ছে নড়াইলের বসতভূমি

আমরা চোর না-ডাকাত, চিৎকার করলে একেবারে শেষ করে দেবো

লাগেজভ্যানের স্প্রিং ভেঙে ১ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল