হোম > সারা দেশ > খুলনা

খুনের দায়ে পরকীয়া প্রেমিক যুগল দেবর-ভাবীর যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রেমের প্রস্তাব নিয়ে ভাবীকে উত্যক্তের জেরে প্রতিবেশী ট্রাক ড্রাইভারকে হত্যার মামলায় নড়াইলে পরকীয়া প্রেমিক যুগল দেবর-ভাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, এ ছাড়া তাদের এক সহযোগীকে সাত বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

নড়াইলের সিনিয়ির জেলা ও দায়রা জজ শারমিন নিগার সোমবার (৩ নভেম্বর) দুপুরে এ দণ্ডাদেশ দেন। যাবজ্জীবনসহ দু’জনকে ২০হাজার টাকা করে জরিমানা, অন্যজনকে সাত বছর সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আশা বেগম ও আরাফাত পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার নাকশি গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির তার প্রতিবেশী তৌহিদ শেখের স্ত্রী আশা বেগমকে পরকীয়ায় জড়ানোর প্রস্তাব নিয়ে উত্যক্ত করে আসছিলেন। এতে ক্ষুদ্ধ হয়ে ২০১৬ সালে ৮ ডিসেম্বর পরকীয়া প্রেমিক যুগল আশাও আরাফাত মাসুমকে রাতে কৌশলে নির্জনস্থানে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় মাসুমের ভাইয়ের করা হত্যা মামলায় আশা ও অরাফাত সিআইডির হাতে ধরা পড়ে আদালতে স্বীকারোক্তি দেয়। পরে মামলার তদন্ত শেষে সিআইডি আশা বেগম, তার দেবর ওসমান শেখের ছেলে আরাফাত শেখ, তাদের সহযোগী বুড়িখালী গ্রামের এনায়েত ভুঁইয়ার ছেলে রোমান ভুঁইয়াও আশার এক আত্মীয় বিলডুমরতলা গ্রামের ইজমুল মোল্যার স্ত্রী শাবানা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। মামলা চলার এক পর্যায়ে আশা ও আরাফাত আদালত থেকে জামিন লাভ করে পালিয়ে যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় স্বাক্ষ্য প্রমাণে আশা, আরাফাত ও রোমান দোষী সাব্যস্ত হওয়ায় অপরাধের গুরুত্ব অনুযায়ী আদালত আসামিদের উল্লিখিত সাজার আদেশ দেন। এছাড়া অপরাধ প্রমাণ না হওয়ায় শাবানাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

হরিণ শিকারীদের হামলায় বন কর্মকর্তা আহত, আটক-৩

মেহেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার

ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তার শাস্তি দাবিতে মানববন্ধন

খালের পর রাস্তাও দখল আ.লীগ নেতা ফরিদের

খুলনায় বিএনপি অফিসে হামলা-গুলি, স্কুল শিক্ষক নিহত

খুলনা বারের নির্বাচন স্থগিত নিয়ে আইনজীবীদের মধ্যে চরম উত্তেজনা

মহেশপুরে ৫৮ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত

নড়াইলে ৮ ফসলে প্রণোদনা পাচ্ছেন প্রায় ১৮ হাজার চাষি

জামায়াত কার্যালয় থেকে সার-বীজ উদ্ধার

পাগলের ধাক্কায় ট্রলির নিচে পড়ে নিহত দিনমজুর