হোম > সারা দেশ > খুলনা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অ্যাডভোকেট ওয়াদুদের

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করতেই এই গণভোট, আর পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।

শনিবার সকাল ১০টায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনি গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাগেরহাট-৩ আসনের তরুণ ভোটারসহ সর্বস্তরের জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

গণসংযোগে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. কোহিনুর সরদার বলেন, ‘হ্যাঁ’ মানেই স্বাধীনতা, ‘না’ মানেই ফ্যাসিবাদ। যারা পুরোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত, তারাই কেবল ‘না’-এর পক্ষে অবস্থান নিতে পারে। তিনি জনগণকে সতর্ক থেকে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর জামায়াতে ইসলামীর আমির এম এ বারী, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মো. হোসেনসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি

আমার দেশ-এর খুলনা ব্যুরোপ্রধান শাওনের বাবার দাফন সম্পন্ন

‘শহীদ হাদির আদর্শ অনুসরণ করে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে হব’

আটক শীর্ষ সন্ত্রাসী কে এই গোল্ডেন সাব্বির

পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমাকে: রাশেদ খান

চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা হাসান শিকদার আটক