হোম > সারা দেশ > খুলনা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ পলিথিন ও পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানান, কালীগঞ্জ শহরের তিনটি দোকানে অবৈধ পলিথিন বিক্রি হয়, এমন সংবাদে হাট চাঁদনীর কাছে মেসার্স মল্লিক ব্রাদার্স, মেসার্স মল্লিক স্টোর ও থানা সড়কের শেখ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর অবৈধ পলিথিন, পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। সরকার নিষিদ্ধ এসব মালামাল রাখার অপরাধে মেসার্স মল্লিক ব্রাদার্স ও মেসার্স মল্লিক স্টোরকে ৩ হাজার করে এবং শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর ঝিনাইদহের ইন্সপেক্টর আশরাফুল আলী জানান, ওয়ান টাইম প্লেট ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে অনেক এগুলো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কালীগঞ্জ শহরের তিনটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে পাওয়া গেছে। ফলে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়েছে। অভিযানকালে কালীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

রসুন ক্ষেতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক

মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

ভেড়ামারায় পিকআপের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত

কপ সম্মেলনে সুন্দরবন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার আহ্বান

চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর প্রাণ কেড়ে নিলো ট্রলি

মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে দাম কমার ইঙ্গিত

বিজয় দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী চলাচল

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা