হোম > সারা দেশ > খুলনা

বিএসএফ মারতে মারতে ধরে নিয়ে যাওয়া বদর আলী বেঁচে আছেন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর আলী (২৮) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে আহত করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সর্বশেষ সংবাদ জানা গেছে তিনি জীবিত আছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। বদর আলী একই এলাকার করিম আলীর ছেলে।

বদর আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, সকালে একজন আমাদের খবর দেয় আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। সে এখন কেমন আছে, বেঁচে আছে কী মেরে ফেলেছে কিছুই জানি না।’

স্থানীয় বাসিন্দা রিফাত নামের একজন জানায়, সকাল ৭টার দিকে বদর আলীকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তিনি দূর থেকে দেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সীমান্ত থেকে বাড়ি ফেরেন বদর আলী। পরে ওই দিন রাত ৮টার দিকে খাওয়া-দাওয়া শেষে বের হন তিনি। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে সীমান্তের কাঁটাতারের দিক থেকে বদর আলীসহ কয়েকজন ফিরছিল। এ সময় বদর আলীকে এক বিএসএফ ধরে লাঠি দিয়ে একটি আঘাত করে। তিনি পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আরো কয়েকজন বিএসএফ তাকে ধরে ফেলে। পরে তাকে মারধর করতে করতে নিয়ে যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, তিনি জীবিত আছেন। পতাকা বৈঠকে চেষ্টা চলছে।

সাতক্ষীরায় বিজিবির কঠোর নিরাপত্তা

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

কুবির ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

নৌ-পুলিশের স্পিডবোটে আগুন, নদে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা চালকের

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রাশেদ খানের

যশোরে আট যুবককে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিবি

সুজনের অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা এক মঞ্চে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

পশুর নদের ভাঙনে বিলীন মামার ঘাট, ভোগান্তিতে মানুষ

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির