হোম > সারা দেশ > খুলনা

মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাব্যবস্থা

হরিণাকুণ্ড সরকারি হাসপাতাল

মুখলেছুর রহমান, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)

ওষুধ ও চিকিৎসকের সংকটসহ নানাবিধ সমস্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরকারি হাসপাতালের চিকিৎসাব্যবস্থার মুখ থুবড়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছে এ এলাকার হাজারো চিকিৎসাবঞ্চিত অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষ।

২৫০ শয্যাবিশিষ্ট সরকারি এই হাসপাতাল হরিণাকুণ্ডু উপজেলাসহ পার্শ্ববর্তী সীমান্তঘেঁষা আলমডাঙ্গা উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে ওষুধের সরবরাহ নেই। ওষুধ না থাকায় বিপাকে পড়েছে এলাকার অসহায় দরিদ্র রোগীরা। বাইরের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনে চিকিৎসা নিতে তারা হিমশিম খাচ্ছে বলে একাধিক ভুক্তভোগী রোগী জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রয়েছে চিকিৎসকের সংকট। ৩০ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র আটজন চিকিৎসক হাসপাতালটিতে কর্মরত আছেন। এর মধ্যে আবার একজন চিকিৎসক ডেপুটেশনে চুয়াডাঙ্গা হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে প্রচণ্ড শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা চরমভাবে বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা নিউমোনিয়া, অ্যাজমা ও ডায়রিয়া রোগে বেশি আক্রান্ত হচ্ছে। ওষুধ ও চিকিৎসকের সংকটে এসব রোগী ঠিকমতো চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে একাধিক ভুক্তভোগী রোগী আমার দেশকে জানিয়েছেন।

এছাড়া এই হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কোনো অ্যানেস্থেসিয়া ডাক্তার না থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সুযোগে হাসপাতালের বাইরে অবৈধভাবে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিকগুলো থেকে অ্যানেস্থেসিয়া চিকিৎসক এনে অপারেশন করে হাতিয়ে নিচ্ছে অধিক টাকা। রোগী পরিবহনের জন্য এই হাসপাতালে আছে একটি পুরোনো অ্যাম্বুলেন্স।

এ ছাড়া হাসপাতালে ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার ও কার্ডিওগ্রাফারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। মাত্র দুজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতার কাজ চালাতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। এসব সরকারি হাসপাতালে সাধারণত দরিদ্র ও অসহায় রোগীরাই বেশি চিকিৎসা নিতে যায়। কিন্তু এতগুলো সমস্যা নিয়ে সরকারি এই হাসপাতালের চিকিৎসাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় এলাকার অসহায় হতদরিদ্র মানুষ পড়েছে চরম বিপাকে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ সমস্যার কথা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, বিসিএসে নতুন সুপারিশ করা চিকিৎসকদের নিয়োগ দিলে হয়তো চিকিৎসকের সমস্যা কিছুটা দূর হবে বলে আশা করা যায়। এলাকার সুধীজনেরা অতি দ্রুত এই হাসপাতালের এসব সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ জানিয়েছেন।

এসআই

ডেভিল হান্ট ফেজ-২ চলাকালে যুবলীগ নেতাকে ছেড়ে দিলেন ওসি

সাতক্ষীরার ৪টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

ঝালকাঠি-১ ইরানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

চুয়াডাঙ্গার দুটি আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

সংসদীয় গণতন্ত্রের স্থপতি ও উদার নেতৃত্বের প্রতীক খালেদা জিয়া

ঝিনাইদহ- ১ আস‌নে ইসলামি আন্দোলনের প্রার্থিতা বা‌তিল

২০ হাজারে সরকারি বাইক বিক্রি করে ধরা ঝিনাইদ‌হের জেল সুপার

বাগেরহাট-১-এ মনোনয়নপত্র দাখিল ১১, বাতিল ৩

দাঁড়িপাল্লায় ভোট দিলে মোংলায় ঘের দখলমুক্ত হবে: শেখ আব্দুল ওয়াদুদ