হোম > সারা দেশ > খুলনা

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ফাইল ছবি

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া সদর আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একতারা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদ্দার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক জানান, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

তিনি আরো জানান, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমির সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

একসাথে জাতীয় নির্বাচন ও গণভোটের নজির নেই: শারমীন এস মুরশিদ

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

শত শত একর জমিতে বোরো আবাদ নিয়ে শঙ্কা

সুন্দরবন থেকে দুই শতাধিক হরিণ শিকারের মালা ফাঁদ উদ্ধার

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারালেন বাদাম বিক্রেতা

চাঁদা না পেয়ে নির্মাণাধীন সড়কের ইট তুলে ফেললেন ডাবলু

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৬ ডিগ্রি