খুলনায় ভেজাল ও নকল ওষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
লার্জ ফার্মার নগরীর রয়্যাল মোড় শাখার ম্যানেজার বলেন, গত মে মাসে করা এক ভোক্তার অভিযোগের প্রক্ষিতে লাজ ফার্মার খুলনার মজিদ স্মরণি রোডের সোনাডাঙ্গা শাখার অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের সময় দেখা যায়, লাজ ফার্মায় এডোরাবেলা কোম্পানি দীর্ঘদিন ধরে চুলকানি নিরাময়ের একটি ওষুধ ফিলিপাইনের তৈরি বলে বিক্রি করে আসছিল। তবে ফিলিপাইনের বলে যে ওষুধ বিক্রি করা হচ্ছিল সেটি বাংলাদেশের ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামে ‘একটি ভুয়া’ প্রতিষ্ঠানের। এরই প্রেক্ষিতে নগরীর রয়্যাল মোড় শাখায় আজ অভিযানকালে চক্রটিকে উপস্থিত করে মজিদ স্মরণি রোড সোনাডাঙ্গা শাখার নামে পাঁচ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. সেলিম। তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে খুলনায় ভেজাল ও নকল ওষুধ সরবরাহ করে আসছিল। আমরা আজ রয়্যাল লাজ ফার্মায় অভিযান চালিয়েছি। ওই অভিযোগের ভিত্তিতে চক্রটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।