হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ৮ নারী-পুরুষ বিজিবির হাতে আটক

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা ৮ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে পাঁচ জন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে উপজেলার গোগা সীমান্তের সালামের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: ফাহিমা খাতুন (২২), মোমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫), সুভাষ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২) ও হাবিবুর রহমান (৩৩)। তারা যশোর, নড়াইল, মাদারীপুর ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদে জানা যায় এই বাংলাদেশি নারী-পুরুষরা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সেই সময় সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা করা ওই ৮ জনকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়ের করা হয়েছে। তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি জোরদার করা হচ্ছে, যাতে অনৈতিক সীমান্ত পারাপারের চেষ্টা প্রতিরোধ করা যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের অভিযান কেবল সীমান্ত সুরক্ষার জন্যই নয়, স্থানীয় জনগণ ও প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ।

যশোরে জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

যুবলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মানুষের কল্যাণের জন্য গণভোট: উপ‌দেষ্টা শার‌মিন

ঝিনাইদহে লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

একসাথে জাতীয় নির্বাচন ও গণভোটের নজির নেই: শারমীন এস মুরশিদ