বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকায়ে জারিয়া হিসেবে পৃথক স্থানে এতিমদের মধ্যে ছাগল দান করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনি এলাকা যশোর সদরের লেবুতলা, চাঁচড়া, আরবপুর, দেয়াড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন মাদরাসায় ছাগল দান করা হয়।
এর আগের দিন সোমবার সদর উপজেলা ও শহরের বিভিন্ন কুরআন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় একইভাবে ছাগল দান করা হয়েছিল।
এদিন যেসব প্রতিষ্ঠানে ছাগল দান করা হয় সেগুলো হলো, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদরাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদরাসা ও এতিমখানা, শহরের বকচর জামিয়া কুরআনিয়া মাদরাসা, হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমি মাদরাসা, শঙ্করপুরের মোহাম্মাদীয়া আজিজিয়া মাদরাসা ও এতিমখানা, ঢাকা রোড নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদরাসা প্রভৃতি।
সদর উপজেলা ও নগর বিএনপি এবং যুবদল ও মহিলাদলের উদ্যোগে এই কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, হাজি আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, আঞ্জারুল হক খোকন প্রমুখ।
এদিকে, একই উদ্দেশ্যে মঙ্গলবার কেশবপুরে ২৩টি এতিমখানায় ২৩টি ছাগল বিতরণ করা হয়েছে।
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ ছাগলগুলো বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম, আলমগীর সিদ্দিকী, আলমগীর হোসেন প্রমুখ।