জেলায় বইছে মাঝারি শৈত্য প্রবাহ
চুয়াডাঙ্গায় প্রতিদিন তাপমাত্রা কমছে। গতকাল মঙ্গলবার থেকে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। সারা দিনই ঠান্ডা বাতাস কাবু করে দিচ্ছে। গত তিন দিন ধরে সূর্য ওঠেনি। বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
গ্রাম থেকে কাজ করতে আসা শ্রমিক হাবিবুর রহমান বলেন, আজ প্রচণ্ড শীত। এই শীতে ইট-বালু-সিমেন্টের কাজ করা খুব কষ্টের। তার পরও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। মানুষ কম বের হচ্ছে। এভাবে শীত বাড়তে থাকলে আমাদের মতো ছিন্নমূল মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ মৌসুমে এটা চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরো জানান, ১২ জানুয়ারি পর্যন্ত এই অবস্থা থাকতে পারে। তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ।
সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার ঘোষ জানান, এই ঠান্ডায় বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন।