পর্যটকদের ভোগান্তি কমানো ও সময় সাশ্রয়ের লক্ষ্যে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সংলগ্ন জাদুঘরে চালু করা হয়েছে ই-টিকিটিং সেবা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘরের ই-টিকিটিং সেবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনায় দর্শনার্থীদের প্রবেশ আরও সহজ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম,বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক লাভলী ইয়াসমিন, বাগেরহাট জাদুঘরের তত্ত্বাবধায়ক মোঃ জাহেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এসময় বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ই-টিকিটিং সেবা চালুর মাধ্যমে দর্শনার্থীদের সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে। এটি পর্যটন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ষাট গম্বুজ মসজিদসহ সমসাময়িক স্থাপনাগুলোর যে স্থাপত্যশৈলী রয়েছে, সেই আদলে উন্নয়ন কাজ করা গেলে বাগেরহাটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তিনি আরো বলেন, ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যটকদের আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রেও বাগেরহাট নতুনভাবে পরিচিতি পাবে।