হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান সড়কসংলগ্ন সাহিদ গার্ডেনে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন দেশে বসবাসরত ব্যবসায়ীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট আলহাজ সাহিদুজ্জামান টরিকের উদ্যোগে দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি ও ঐতিহ্যবাহী বড়বাজার জামে মসজিদের খতীব জুনায়েদ আল-হাবিবী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ সাহিদুজ্জামান টরিক । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা ও খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান।

এ ছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০.৬ ডিগ্রি

বিএনপির ঘরের শত্রু বিভীষণ, জয় নিয়ে আশাবাদী জামায়াত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আটক ৪

জামায়াত প্রার্থী আমির হামজাকে বিএন‌পির অবাঞ্ছিত ঘোষণা

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা আহত

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অ্যাডভোকেট ওয়াদুদের

ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

চুয়াডাঙ্গায় এখনো তীব্র শীত, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি