খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, সঠিক নেতৃত্বের অভাবে দাকোপ-বটিয়াঘাটায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লুটপাট আর সরকারি অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ জনকল্যাণে কোনো কাজে আসেনি।
বুধবার বিকালে দাকোপের এমএম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আমি খুলনা শহর থেকে দাকোপের নলিয়ান পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের মাধ্যমে এ উপজেলাকে মূল শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে চাই। আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন পর্যটনকেন্দ্র স্থাপনের মাধ্যমে দাকোপে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে।
৯০-এর ডাকসু নির্বাচনে হাজী মোহাম্মদ মহসিন হলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক পাপুল বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে আমরা কাজ করবো। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজারজাতকরণ সহজ হবে।
শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এ উপজেলা অপার সম্ভাবনাময় একটি জনপদ। মংলা বন্দর এ উপজেলা থেকেই যাত্রা শুরু করে। তখন এটি চালনা বন্দর নামে পরিচিত ছিল। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও আধুনিক উপজেলা হিসেবে দাকোপকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।
চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম,দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব কাজী,যুগ্ম আহবায়ক বেল্লাল হোসেন মোল্লা, ইমরান হোসেন পলাশ, এসএম ফয়সাল প্রমুখ।