হোম > সারা দেশ > খুলনা

বিজয় দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ, স্বাভাবিক যাত্রী চলাচল

বেনাপোল প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম। তবে এদিন পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশের মধ্যে যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, মহান বিজয় দিবসের সরকারি ছুটির কারণে ১৬ ডিসেম্বর বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। এদিন বন্দর ও কাস্টমস হাউসের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে আগামী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বিজয় দিবসের ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের বাধা থাকবে না। নিয়মিত ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং যাত্রীরা স্বাভাবিকভাবেই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

উল্লেখ্য, জাতীয় দিবস ও সরকারি ছুটির দিনগুলোতে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাধারণত আমদানি ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও জরুরি যাত্রী চলাচল ও ইমিগ্রেশন সেবা চালু রাখা হয়। এতে ব্যবসায়িক কার্যক্রমে একদিনের জন্য স্থবিরতা দেখা দিলেও যাত্রী চলাচলে তেমন কোনো প্রভাব পড়ে না।

বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর হওয়ায় প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। সংশ্লিষ্টরা আশা করছেন, ছুটি শেষে বুধবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত গতিতে সচল হবে।

কপ সম্মেলনে সুন্দরবন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার আহ্বান

চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশুর প্রাণ কেড়ে নিলো ট্রলি

মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে দাম কমার ইঙ্গিত

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কারখানা আবিষ্কারের দাবি সঠিক নয়, বিএনসিসির জন্য তৈরি হচ্ছিল ডামি অস্ত্র

ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মোংলায় এনসিপির বিক্ষোভ

ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল মা-ছেলে

চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক