হোম > সারা দেশ > খুলনা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ক্লিনিককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘদিন ধরে কিছু প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে সেবার মান নিয়ে নানা অভিযোগ উঠছিল।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে রোববার (৩১ আগস্ট) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়।

অভিযানকালে মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ হাজার টাকা, গ্রীনল্যাব মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালকে পাঁচ হাজার টাকা এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধসহ সিলগালা করে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, রুবেল খান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সালেহা ডায়াগনস্টিক সেন্টার, গ্রীনল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতাল এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাতক্ষীরায় বিজিবির কঠোর নিরাপত্তা

দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধর

কুবির ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

নৌ-পুলিশের স্পিডবোটে আগুন, নদে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা চালকের

শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি রাশেদ খানের

যশোরে আট যুবককে আটক করে ঢাকায় নিয়ে গেছে ডিবি

সুজনের অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা এক মঞ্চে

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

পশুর নদের ভাঙনে বিলীন মামার ঘাট, ভোগান্তিতে মানুষ

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু করা হবে: জামায়াত আমির