হোম > সারা দেশ > খুলনা

৪৭ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: তিন দিনব্যাপী বর্ণিল আয়োজন

প্রতিনিধি, ইবি

স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রাত পোহালেই উদযাপন হতে যাচ্ছে তার ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১, ২২ ও ২৩ নভেম্বর তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। উৎসবের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, ভিসি বাংলো, আবাসিক হল ও ডায়না চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তিন দিনব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা স্থাপন করা হয়েছে।

২২ নভেম্বর বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এ সময় উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনূর রহমান।

এর আগে সকাল সাড়ে ১০টায় হলসমূহে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ। পরে শিক্ষার্থীরা ব্যানারসহ মূল অনুষ্ঠানে যোগ দেবেন। পতাকা উত্তোলন শেষে উপাচার্যসহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক ব্যক্তিবর্গ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, হাউজ-টিউটরসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এরপর ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে এদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একটি ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি

যুবলীগ নেতার কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৩

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

মানুষের কল্যাণের জন্য গণভোট: উপ‌দেষ্টা শার‌মিন

ঝিনাইদহে লুট হওয়া টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১

সমাবেশে বক্তৃতাকালে জামায়াতের জেলা আমিরের মৃত্যু

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

শৈলকুপায় মসজিদের সীমানা নিয়ে সংঘর্ষ, আহত ১০

একসাথে জাতীয় নির্বাচন ও গণভোটের নজির নেই: শারমীন এস মুরশিদ