হোম > সারা দেশ > ময়মনসিংহ

তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে

ময়মনসিংহে সেলিমা রহমান

ময়মনসিংহ অফিস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথচলা শুরু হবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া হবে।

শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের উত্তর খয়রাকুড়িস্থ উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সেলিমা রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ায় দেশে উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটেছে, যারা স্বাধীনতা ও গণতন্ত্রের অর্জন ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নবায়নের দিন। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি মানবিক, গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম।

সভায় আরো বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাইমুর আরেফিন পাপন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ সাদির এবং জাসাসের আহ্বায়ক রাশেদ আমিন।

এর আগে একই দিন সকালে সেলিমা রহমান হালুয়াঘাট উপজেলার গারো পল্লী রাংরাপাড়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী কালচারাল একাডেমীর মুক্ত মঞ্চে আয়োজিত প্রাক-বড়দিনের প্রীতি সম্মিলনীতে যোগ দেন। সেখানে তিনি হালুয়াঘাটের খ্রিস্টান ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আগাম শুভেচ্ছা জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে আয়োজিত এই প্রীতি সম্মিলনীতে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বলেন, হালুয়াঘাটে ৫৪ বছরের ইতিহাসে প্রাক-বড়দিন উপলক্ষে এ ধরনের আয়োজন এই প্রথম। অনুষ্ঠান-জুড়ে কেক কাটা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

বকশীগঞ্জে দৈনিক ‘আমার দেশ’র বর্ষপূর্তি উদযাপন

মদনে সরকারি রাস্তা কেটে দিলো আ.লীগ নেতা

ময়মনসিংহে শ্রমিক দিপু হত্যা: ১২ আসামি ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে!

নিজ ঘরের বিছানায় হাত-মুখ বাঁধা কৃষকের গলাকাটা লাশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে পরিকল্পিত হত্যা

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া