হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

নেত্রকোণার খালিয়াজুরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোরে নিহত ওই কৃষকের নাম তাজুল ইসলাম ওরফে গেদু ফকির (৬৫)। তিনি খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত তৈয়ব আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে গত ৮ জানুয়ারি দুপুরে চাকুয়া ইউনিয়নের বল্লী–বাগানবাড়ী বাঁধ এলাকায় গেদু ফকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের প্রতিবেশী ও খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান বলেন, একই ইউনিয়নের বল্লী গ্রামের আনোয়ার মির্জার ছেলে স্বপন মির্জা (৫০)-এর নেতৃত্বে চারজন মিলে গেদু ফকিরকে একা পেয়ে অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

তবে অভিযোগ অস্বীকার করে স্বপন মির্জা বলেন, গেদু ফকির তাদের হামলার শিকার হননি। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণভোট নিয়ে সারা দেশে চলছে প্রচার

বিএনপির ৫ নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড

সৌদিতে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবকের মৃত্যু

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সেতুর কাজ বন্ধ, ক্ষুব্ধ এলাকাবাসী

নেত্রকোণায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

নেত্রকোণায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১

ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন ও সম্পাদক আলমগীর

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

লড়াই হবে সমানে সমান