হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে কোভিড টেস্টের কিট সংকট, অচল আরটি-পিসিআর

আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও করোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ানো হয়েছে প্রস্তুতি। তবে হাসপাতালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষামাধ্যম আরটি-পিসিআর বর্তমানে অচলাবস্থায় রয়েছে। কারণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্ট কিট নেই। এ অবস্থায় শুধুমাত্র র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর নির্ভর করেই করোনা শনাক্ত করা হচ্ছে।

এরই মধ্যে করোনা উপসর্গ নিয়ে দুইজন রোগী হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তাদের করোনা পজিটিভ ধরা পড়েছে অ্যান্টিজেন পরীক্ষায়, তবে নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা সম্ভব হয়নি রিএজেন্ট সংকটের কারণে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক জানান, পিসিআর মেশিন সচল রয়েছে এবং অন্যান্য রোগের ল্যাপ টেস্টের জন্য নিয়মিতই ব্যবহার হচ্ছে। কিন্তু কোভিড- ১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট রিএজেন্ট কিট নেই। যা বাংলাদেশে শুধু হাতে গোনা দুটি কোম্পানির কাছেই সীমিত পরিমাণে রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিট সরবরাহের জন্য অনুরোধ করেছি।

হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ র‌্যাপিড অ্যান্টিজেন কিট রয়েছে তাতে মাত্র ৩০০ জনের পরীক্ষা করা সম্ভব। কিটের চাহিদা ঢাকায় পাঠানো হয়েছে। পিসিআর ছাড়া কোভিডের শতভাগ নির্ভরযোগ্য শনাক্তকরণ সম্ভব নয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সচিব রফিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরকে কিট সরবরাহের জন্য বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারাও জানিয়েছেন যে, মজুদে রিএজেন্ট নেই। এখন স্থানীয়ভাবে কিট সংগ্রহের চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালে সন্দেহভাজন করোনা রোগীদের যথাযথভাবে আলাদা রাখা ও চিকিৎসা দেওয়া হলেও, নির্ভরযোগ্য পরীক্ষা ছাড়া সেবা নিশ্চিত করা সম্ভব নয়। এতে অন্য রোগীদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, করোনার দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মতো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। কোভিড ওয়ার্ড প্রস্তুত রয়েছে, স্টাফদের ব্রিফিং দেওয়া হয়েছে, এমনকি এ নিয়ে প্রশাসনিক পর্যায়ে বৈঠকও সম্পন্ন হয়েছে।

হাদির ওপর গুলি: নালিতাবাড়ী সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক

ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না, নিশ্চিত নয় বিজিবি

পাকা সড়কের নিচে চাপা নগর বধ্যভূমি, নেই সংরক্ষণের উদ্যোগ

বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহে হেলে পড়েছে পাঁচতলা ভবন

স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেওয়া বিএনপি নেতার ইসলামী আন্দোলনে যোগদান

ডিজির মহানুভবতায় চাকরি ফিরে পেল সেই ডা. ধনদেব

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বিএনপির কাছে ময়মনসিংহ- ১০ আসন চায় জমিয়ত