হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিএনপির কাছে ময়মনসিংহ- ১০ আসন চায় জমিয়ত

ময়মনসিংহ অফিস

বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য নির্বাচনি জোটে ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনটি নিজেদের জন্য দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির নেতারা বলেন, জোট গঠিত হলে গফরগাঁও আসনটি অবশ্যই জমিয়তের কাছে ঠাঁই দিতে হবে এবং এখানকার জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী আলেম প্রার্থীকে মনোনয়ন দেওয়াই যৌক্তিক দাবি।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জমিয়তের নেতারা লিখিত বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশেই রাজনৈতিক অস্থিরতা ও তৎপরতা বাড়ছে। বৃহত্তর ময়মনসিংহেও সে ডামাডোল স্পষ্ট। এ পরিস্থিতিতে বিএনপি অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করলেও ময়মনসিংহ- ১০ আসনে জোটগত সমন্বয় হয়নি। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের অন্য কোনো আসনেও এখনো জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপির সঙ্গে জমিয়তে উলামার নির্বাচনভিত্তিক জোট হলে ময়মনসিংহ বিভাগের যেকোনো একটি আসন অবশ্যই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দিতে হবে। বিশেষ করে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধর্মপ্রাণ জনগণের প্রতিনিধি হিসেবে একজন যোগ্য আলেমকেই মনোনয়ন দিতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ময়মনসিংহ- ১০ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, কেন্দ্রীয় সদস্য ও নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, মাওলানা কামাল উদ্দিন ইউসুফ, মাওলানা মোজাম্মেল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

অস্ত্রের মুখে নির্মাণাধীন রাস্তার ২২ ড্রাম বিটুমিন ডাকাতি

সরিষাবাড়িতে র‍্যাব কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

বিয়ের দুই মাসেই বাবার বাড়িতে গৃহবধূর মৃত্যু

ডিজির সঙ্গে অশোভন আচরণের পেছনে ডা. ধনদেবের ষড়যন্ত্র ফাঁস

প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে নির্বাচনি মাঠ

শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুর বিসিক শিল্পনগরীতে