হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-গুলিবর্ষণ, বিএনপির সাবেক এমপি কারাগারে!

ময়মনসিংহ অফিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার (৬৫) কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় আত্মসমর্পণের পর আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় এ আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মো. মোস্তাসিনুর রহমান জানান, বিচারকের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল মো. আমীর হোসেন নামে এক ব্যক্তি ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।

এজাহারে অভিযোগ করা হয়, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে আসামিরা বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় বাদী মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

উল্লেখ্য, শাহ শহীদ সারোয়ার ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী এম শামছুল হককে পরাজিত করে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিলেও পরাজিত হন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কৃত হন তিনি। সাবেক এই সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সাবেক সদস্য ছিলেন।

নিজ ঘরের বিছানায় হাত-মুখ বাঁধা কৃষকের গলাকাটা লাশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি

ধর্মের মুখোশে ময়মনসিংহে দিপু দাসকে পরিকল্পিত হত্যা

জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া

হাদির খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ

পোশাক খোলার ভিডিও ভাইরাল, জানা গেল নেপথ্যের ঘটনা

অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদির ওপর গুলি: নালিতাবাড়ী সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক