হোম > সারা দেশ > ময়মনসিংহ

আমার দেশ-এর কাইয়ুম ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ-এর ময়মনসিংহের স্টাফ রিপোর্টার আব্দুল কাইয়ুম। তিনি মানবাধিকার সংগঠন অধিকার-এর সমন্বয়কারী।

শুক্রবার অনুষ্ঠিত ময়মনসিংহ প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মোট ১৬টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদেই ভোটগ্রহণ করা হয়। এ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আব্দুল কাইয়ুম ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পান ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদ ছাড়া কমিটির বাকি ১৫টি পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার আব্দুল মতিন।

কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—সহসভাপতি অধ্যাপক আবুল কাশেম ও নওয়াব আলী, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মুসা, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর জুয়েল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এএসএম হোসাইন শাহীদ, নাট্য ও প্রমোদ সম্পাদক আদিলুজ্জামান আদিল। কার্যনির্বাহী সাত সদস্য হলেন—অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মোহাম্মদ শাহজাহান এবং নিয়ামুল কবীর সজল।

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

লড়াই হবে সমানে সমান

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

পোশাকশ্রমিক দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে, সরিষা ফুলে মুগ্ধ সবাই

হাতির আক্রমণে ফের কৃষকের মৃত্যু

টিআর কাবিখা কাবিটার পাঁচ কোটি টাকার প্রকল্পে লুটপাট

বিএনপির কোনো প্রার্থীই রইল না, হতাশ নেতাকর্মীরা

বৈষম্যবিরোধী ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ময়মনসিংহ-১০ আসনে বিএনপির ৪ বিদ্রোহীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল