হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি রবিউল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ নভেম্বর) মাগরিব নামাজের পর ইউনিয়নের একটি মসজিদের বারান্দায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, স্থানীয় কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন রবিউল ইসলাম। এ সময় বিএনপির দুই কর্মী সেখানে এসে ‘অনুমতি ছাড়াই রাজনৈতিক আলোচনা ও প্রোগ্রাম’ করার অভিযোগ তুলে বাকবিতণ্ডায় জড়ান। কিছুক্ষণের মধ্যেই তারা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে লাঠিসোটা দিয়ে রবিউলের ওপর হামলা চালায়। এতে তার হাত–পা ভেঙে যাওয়ার ঘটনাও জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার প্রতিবাদে রাতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “রাত ১টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জামায়াতের উপজেলা আমির ইদ্রিস আলী বলেন, “বিএনপির কর্মী সোহেল রানা (৪৫), রুবেল (৪২), রেনু মিয়াসহ কয়েকজন পরিকল্পিতভাবে এই হামলা করেছে। আমরা ইতোমধ্যে থানায় অভিযোগ করেছি।”

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, “ঘটনাটি আমাদের দলের কর্মীদের সঙ্গে নয়, মসজিদের সাধারণ মুসল্লিদের সঙ্গে হয়েছে। পরে আমাদের কয়েকজন সেখানে উপস্থিত হওয়ায় তাদের নাম অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

সেনাবাহিনীর অভিযান, দেশীয় ৩৪ অস্ত্রসহ আটক ৪

নান্দাইলে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন আ.লীগ নেতা

ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

ময়মনসিংহ ডেঙ্গুর নতুন হটস্পট, দুমাসে মৃত্যু ১৩

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: শফিকুল আলম

প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তাকে মারধর, বহিষ্কার সেই ছাত্রদল নেতা

ফুলপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

নিজ বাসা থেকে গ্রেপ্তার আ.লীগের ঝুমা

কলমাকান্দায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক