নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ।
সোমবার বিকেলে নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নেত্রকোনা-৪ আসনের সার্বিক উন্নয়ন আমার দৃঢ় প্রত্যয় বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
তিনি সাংবাদকিদের বলেন, এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।