হোম > সারা দেশ > ময়মনসিংহ

সমন্বয়ক আয়াশকে খুনের চেষ্টার পরও গ্রেপ্তার নেই

জুলাইযোদ্ধাদের ঝুলিয়ে হত্যা করে প্রতিবিপ্লবের ডাক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহে সমন্বয়কদের ঝুলিয়ে হত্যার মাধ্যমে প্রতিবিপ্লবের ডাক দেওয়ায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর তিন দিনের মাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াশকে ছুরিকাঘাতে খুনের চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

জানা গেছে, হত্যাচেষ্টার ঘটনায় গত মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন সমন্বয়ক আয়াশ। তাদের হুমকি ও ছুরিকাঘাতের ঘটনায় স্থানীয় সাংবাদিক বদরুল আমিনকে সন্দেহ করছেন সমন্বয়করা। তার সংশ্লিষ্টতার কথা পুলিশ সুপারকেও জানিয়েছেন তারা।

এরপরও তাকে গ্রেপ্তার না করে উল্টো তার সঙ্গে সখ্য বজায় রাখছে প্রশাসন। বরং প্রতিবিপ্লবের ডাক দেওয়া রাষ্ট্রদ্রোহী এই বদরুল নিয়মিত পুলিশ সুপারের কার্যালয়, কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। পুলিশের কাছ থেকে বিভিন্ন মামলার অগ্রগতি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছে পাচার করছেন।

সমন্বয়ক আয়াশকে ছুরিকাঘাত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন ময়মনসিংহ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে সকালে নগরীর পাটগুদাম ব্রিজ এলাকায় আয়াশের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আহত আয়াশ বলেন, তিনি পাটগুদাম ব্রিজ এলাকায় যেখানে শেখ মুজিবের ম্যুরাল ছিল সেখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জন যুবক ছুরি হাতে তার ওপর হামলা চালায় আর বলে ‘বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙছিস কেন, তোকে মেরেই ফেলব। তোদের একেকটাকে ধরে পিটিয়ে শেষ করে দেব। তোদের অস্তিত্ব রাখব না।’ এ সময় পালানোর চেষ্টা করলে তার হাত ও পায়ে ছুরিকাঘাত করা হয়।

আয়াশ আরো বলেন, ‘আমরা পুলিশ সুপারের কাছে বদরুলের স্ট্যাটাসের বিষয়টি জানিয়েছি। এ ঘটনায় সাংবাদিক ছাড়াও আওয়ামী দোসরদের অনেক বড় হাত রয়েছে।

এর আগে গত ২৩ মে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাংবাদিক বদরুল ফেসবুকে লেখেন সমন্বয়কদের ঝুলিয়ে হত্যার মাধ্যমে প্রতিবিপ্লব করা হবে। বিষয়টি স্থানীয় পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে জানালে পোস্টটি সরিয়ে ফেলেন বদরুল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘সমন্বয়ক আয়াশকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’

আধুনিক অঞ্চল হিসাবে গফরগাঁওকে গড়ে তুলতে চাই

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্ব: আলী রীয়াজ

ভালুকায় কার্টনে মিলল নবজাতকের লাশ

এবার ইউএনওকে শাসালেন বিএনপি নেতা

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোনায় যুবলীগ নেতা গ্রেপ্তার