হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সেতুর কাজ বন্ধ, ক্ষুব্ধ এলাকাবাসী

রফিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ থাকায় বাড়ছে দুর্ভোগ। আমার দেশ

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর সেতুর কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । সেতু নির্মাণ ঘিরে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে সেই আশা এখন চরম হতাশা ও ক্ষোভে পরিণত হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগর বাজার হয়ে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ স্থাপনে সোমেশ্বরী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও অর্থায়নে নির্মাণাধীন সেতুটি এখন এলাকাবাসীর কাছে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

বছরের পর বছর ধরে ঝুলে থাকা এই সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যাতায়াতের সুবিধার আশায় অনেকেই দোকান ভেঙে সেতুর জন্য জায়গা দিয়েছেন, কেউ আবার বসতবাড়ি কিংবা ফসলি জমি ছেড়ে দিয়েছেন। অথচ কাজ শেষ না হওয়ায় আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

সূত্র জানায়, ২০২২ সালের জানুয়ারি মাসে ২৭ কোটি ৩১ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ পান একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কেবল পিলার নির্মাণই সম্পন্ন হয়েছে। বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে নির্মাণকাজ। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ শুরু করায় একদিকে সরকারের কোটি কোটি টাকা অপচয় হয়েছে, অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি।

অন্যদিকে সেতু নির্মাণের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের নামে জমির মালিকরা পড়েছেন চরম বিপাকে। কাজ শুরুর সময় থেকেই জমি অধিগ্রহণের আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে ভুক্তভোগীদের।

স্থানীয় বাসিন্দা আনিস মিয়া বলেন, সেতু হলে আমাদের কষ্ট কমবে এ আশায় আমরা নিজ ইচ্ছায় জমি দিয়েছিলাম। কিন্তু সেতুটিও পুরোপুরি হলো না, কাজ বন্ধ হয়ে পড়ে আছে। জমি অধিগ্রহণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সেতু নির্মাণের শুরুতেই কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি জমি অধিগ্রহণ কার্যক্রমের বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। অপরিকল্পিত সেতু নির্মাণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাইড্রোলজি জরিপ সম্পন্ন করেই সেতুর নকশা প্রণয়ন ও অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

নেত্রকোণায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮

নেত্রকোণায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১

ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন ও সম্পাদক আলমগীর

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

লড়াই হবে সমানে সমান

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

আমার দেশ-এর কাইয়ুম ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

পোশাকশ্রমিক দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন গ্রেপ্তার

কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে, সরিষা ফুলে মুগ্ধ সবাই

হাতির আক্রমণে ফের কৃষকের মৃত্যু