হোম > সারা দেশ > রাজশাহী

শাজাহানপুরে মা–দুই সন্তানের পৃথক জানাজা সম্পন্ন, শোকের ছায়া

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামে মা ও দুই সন্তানের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার রাতে পৃথকভাবে তিনজনের জানাজা সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র জানায়, নিহত গৃহবধূ সাদিয়া বেগমের (২৮) জানাজা অনুষ্ঠিত হয় রাত ৯টায় তার বাবার বাড়ি ভান্ডার পাইকার গ্রামে। অপরদিকে, পাঁচ বছরের মেয়ে ও তিন বছরের ছেলের জানাজা বাবার পরিবারের পক্ষ থেকে রাত ১০টায় খালিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খনিশাকান্দি গ্রামের বাড়ি থেকে সাদিয়া বেগম ও তার দু’সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, পাশের ঘরে দু’শিশুর গলাকাটা লাশ এবং ঘরের তীরে ওড়না প্যাঁচানো অবস্থায় সাদিয়ার লাশ প্রথম দেখতে পান তারা।

ছয় বছর আগে সাদিয়ার বিয়ে হয় একই গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে। নিহতদের লাশ উদ্ধার শেষে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাজলকে হেফাজতে নিয়েছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে মা ও দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ব্যবস্থাটা এখনও বদলায়নি

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছে

দুই মাদক কারবারিকে গাঁজাসহ পুলিশে দিলো স্কুল শিক্ষার্থীরা

মা–দুই সন্তানের লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে স্বামী হেফাজতে

অপহরণের ৩০ দিনেও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণির ছাত্রী

ফজর থেকে মধ্যরাত গণসংযোগে নূরুল ইসলাম বুলবুল

বিছানায় পড়ে আছে দুই সন্তানের নিথর দেহ, মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বিয়েবাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ১৭

অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ প্রতিবন্ধী নাইছ