সিরাজগঞ্জে শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে মজা করে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে হামলা, ভাঙচুরের পর বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কনে পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তারা বলেছে সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা করবে।
কনে পক্ষের স্বজনদের জানান, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল হক বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মজা করে কনে পক্ষের ছেলে-মেয়েরা বরের জুতা লুকিয়ে রাখে।
এ বিষয় নিয়ে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কনের বাড়ির টেবিল-চেয়ারসহ ঘরবাড়িতে ভাঙচুর করে এবং বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
কনের খালা খাদিজা বেগম বলেন, মজা করে বরের জুতা লুকিয়ে রাখে ছোট ছেলে মেয়েরা। এনিয়ে বিয়ে ভেঙে যাবে এটিতো হয় না। বিয়ের দিন বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনি স্বর্ণের চেইনের ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া প্রায় ২০০ জন অতিথির খাবারের আয়োজন ছিল। কিন্তু বর পক্ষ বিয়ে না করে চলে যাওয়ায় সব খাবার নষ্ট হয়ে গেছে।