হোম > সারা দেশ > রাজশাহী

সয়াবিন তেল দিয়ে নকল দুধ বানাতেন মিজান

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় কস্টিকসোডা, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করার অপরাধে মিজান (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।

এর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক পৌর শহরের মেন্দা শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। এসময় উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল আলম, থানার এসআই আকবর আলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মিজান দীর্ঘদিন ধরে উপজেলার সাহানগর এলাকার একটি বাড়িতে কস্টিকসোডা, জেলি, সয়াবিন তেল প্রভৃতি মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নকল দুধ তৈরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আমার দেশকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিনটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে আর ভেজাল দুধগুলো ধ্বংস করে ফেলা হয়।

নারী ইউপি সদস্যকে গলাটিপে হত্যা, সেই যুবদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

জামিন পেলেও দেশে ফেরা হচ্ছে না অন্তঃসত্ত্বা সোনালিসহ ৬ ভারতীয়র

৮ কুকুরছানা হত্যায় মামলা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী

নওগাঁয় ১২.১ ডিগ্রি সেলসিয়াসে নামলো তাপমাত্রা

কাজে আসছে না ৩৩৬ কোটি টাকার রূপপুর রেলস্টেশন

রাতের আঁধারে নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তির দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ

ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে ভাইরাল সেই যুবক গ্রেপ্তার