হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না তার দল। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল মহিলা সমাবেশ এ কথা বলেন তিনি।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোর ইকবালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন,বর্তমানে অনেক দল বড় বড় কথা বলছে। কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি।”

তিনি নারীদের অধিকার ও সম্মানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বগুড়ায় এস আর হেলথ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

আ.লীগ ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল

ভাঙ্গুড়ায় ট্রলির সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত

সান্তাহারে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

চিত্রা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ

বগুড়া নির্বাচনকে ঘিরে মাঠে সরব বিএনপির নিষ্ক্রিয় নেতাকর্মীরা

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

‘ভাত নিয়ে গিয়ে দেখি বাবা দোকানে নেই’

প্রচারে এগিয়ে জামায়াত, কোন্দল বাড়তে পারে বিএনপিতে

যুবলীগের সভাপতি এখন ইয়াবা ব্যবসায়ী