ইসলামী ছাত্রশিবিরের তিন ভিপি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন আজ। তারা হলেন, ঢাকসু ভিপি সাদিক কায়েম, রাকুস ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। তারা মূলত জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার দুপুর আড়াইটায় জামায়াতের ‘ছাত্র-যুব সমাবেশে’ মূল আকর্ষষ হিসেবে থাকছেন।
‘সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ’ স্লোগানে- এ সমাবেশে ১ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। এ লক্ষ্যে জেলাব্যাপী ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা চালাচ্ছে জামায়াত। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে এই ‘ছাত্র-যুব উৎসব’ করেছে দলটি। সমাবেশ উপলক্ষে বিভিন্ন স্থানে লিফলেট, পোস্টার ও ব্যানারের মাধ্যমে চলছে প্রচারণা। এছাড়া নিয়মিত মিছিল, সমাবেশ ও ভ্রাম্যমাণ মাইকিং করা হচ্ছে।
সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। জামায়াত নেতাদের ভাষ্য, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে নজিরবিহীন সমাবেশ হবে এটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সদর আসনে দলটির প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম।
সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে- কলেজ মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ প্রস্তত করা হচ্ছে, অতিথিদের জন্য আসন, বিভিন্ন স্থানে মাইক, কলেজ মাঠজুড়ে ফেস্টুন, ব্যানার টাঙানোর কাজ হয়েছে।
আয়োজন সফল করতে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল আলিমকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বেশ কয়েকটি উপকমিটিও হয়েছে। সবগুলো কমিটি প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে। সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ চলছে। এই সমাবেশ মূলত নির্বাচনকে ঘিরেই।
সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকি আসাদ বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে তাদের শক্তি-সামর্থ ও জনসমর্থন জানান দেবে। যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে। যাদের বুকের তাজা রক্ত আর সাহসিকতার আগুনে ছিন্নভিন্ন হয়েছে স্বৈরতন্ত্রের দেড় দশকের ক্ষমতার মসনদ। দেশের সেই তরুণ সমাজের আইকনরা এই সমাবেশে বক্তব্য রাখবেন। তার প্রত্যাশা, সমাবেশের মাঠ ছাপিয়ে সড়কসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হবে।
ছাত্র-যুব সমাবেশের ব্যবস্থাপনায় ৬০০ স্বেচ্ছাসেবক, ২টি মেডিকেল বুথ ও বিভিন্ন এলাকা থেকে আসা গাড়ি পার্কিংয়ের জন্য হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ নির্ধারণের কথা জানান নুরে আলম সিদ্দিকি আসাদ। তিনি বলেন, সমাবেশ বাস্তবায়নে জামায়াত ১৩টি উপকমিটি গঠন করেছে। উপকমিটিগুলোর তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে এই সমাবেশ। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সিলেন্স নিয়ে পরামর্শ দিবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমির মো. মোখলেশুর রহমান বলেন, তরুণদের নেতৃত্বে অর্জিত ২০২৪-এর গণ-অভ্যুত্থান জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। জুলাই-আগস্টের জন-আকাঙ্খা বাস্তবায়ন, নব্য ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন। একইসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্খার কথা তুলে ধরা হবে সমাবেশে। এ সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও চাঁপাইনবাবগঞ্জসীর প্রতি আহ্বান জানান তিনি।