নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, মোটরসাইকেল আরোহী যুবক কাওছার হোসেনের স্ত্রী ও কন্যাকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নজিপুর বাসস্ট্যান্ড ছিটকে পড়েন। নিজ বাড়ি ফিরার পথিমধ্যে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা। এসময় তার স্ত্রী খাতিজা বেগম (৩৫) ও কন্যা ফাতেমা আক্তার (৮) ঘটনাস্থলেই মারা যান। নিহতের বাড়ি পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।