বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ র্যালি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন দলটির উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ।
এ সময় তিনি বলেন, বিএনপি ও বাংলাদেশের প্রাণ বাংলাদেশে পদার্পণ করেছেন এবং দেশের জন্য এক ঐতিহাসিক মহেন্দক্ষণ অপেক্ষা করেছিল। দেশের আপামর জনতার মত এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে শিবগঞ্জ উপজেলাবাসী।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম, অন্যায় ও রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখেছেন। এটি কোনো সাধারণ ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয় এবং স্বৈরাচারের পরাজয়ের প্রতীক।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান কেবল বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের আগামীর স্বপ্নদ্রষ্টা। তার নেতৃত্বে দেশ নতুন করে পুনর্গঠিত হবে ও জনগণের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
এদিকে মিষ্টি বিতরণের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এতে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি কর্মী রাহাত আলী, আব্দুল হান্নান ও ফয়সাল মাহমুদ প্রমুখ। এছাড়া উপজেল ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।