বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপক্ষোয় রেখেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি আদালতে শুনানি হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করেছেন। তিনি আদেশ অপেক্ষমান রেখেছেন।
এদিকে কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। তারা আমির হামজার গ্রেপ্তার দাবি করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপির জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির নেতানেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন।
গত ১৬ জানুয়ারি একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজার আপত্তিকর বক্তব্য বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্নু হয়েছে। বক্তব্যটি আমি নিজে শুনে হতভম্ভ হয়। আমির হামজার মানহানিকর বক্তব্য শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুদ্ধ হয়ে মামলা দায়ের করেন। আমির হামজাকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে আদালতে হাজির করে ন্যায় ও সুবিচার করার আবেদন করা হয়।