হোম > সারা দেশ > রাজশাহী

ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে হচ্ছে রূপপুর প্রকল্পের টাওয়ার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনার ঈশ্বরদীতে ভেঙে ফেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়ের জায়গায় এবার নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রেলের ওই জমিতে দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছিল। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দুটি কার্যালয় ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে ওই কার্যালয়ের অবশিষ্ট অংশও বুলডোজার চালিয়ে পুরোপুরি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভাঙা কার্যালয়ের ইট-পাথর সরাতে এক্সক্যাভেটরের কাজ চলছে। সাইটের সামনে টানানো একটি ব্যানারে লেখা রয়েছে ‘রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়েদার মনিটরিং টাওয়ার প্রকল্প। নির্মাণকাজ চলমান। সর্বসাধারণের প্রবেশ নিষেধ।

জানা গেছে, টাওয়ার নির্মাণের কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ।

এ বিষয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, রেলওয়ের প্রকৌশলী-২ কার্যালয়ের নির্দেশে ওই স্থানে রূপপুর প্রকল্পের আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ হচ্ছে। রেলওয়ের অনুমতি নিয়েই কাজটি শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, শুধুমাত্র এই একটি টাওয়ার নয় ঈশ্বরদী ও পাকশীতে আরও চারটি জায়গায় এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় একটিসহ মোট ৬টি আবহাওয়া পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

নারী ভোটারের মন জয়ে দ্বারে দ্বারে ছুটছেন নেতারা

নওগাঁয় সবজিবাহী ভ্যানে বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

বিএনপি প্রার্থী আইনুল হক হাসপাতালে ভর্তি

গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: ব্যারিস্টার পুতুল

সড়ক দুর্ঘটনায় করিমনচালক নিহত

জাতির কল্যাণে কাজ করে আমরা দেশ সাজাব

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

রাজশাহী সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ত্রিমুখী লড়াইয়ে বিএনপির ‘গলার কাঁটা’ বিদ্রোহী প্রার্থী পারভেজ

গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর: তারেক রহমান