কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোতায়েম হোসেন স্বপন (৬৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসদরের চরপাকুন্দিয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মোতায়েম হোসেন স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চরপাকুন্দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত রফিকুল হক চান্দু মিয়ার ছেলে।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) বিনয় সরকার। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।